সাভার (ঢাকা): সাভার পৌর এলাকায় একটি পাঁচতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ভবনের একটি ইউনিটের পুরো মালামাল পুড়ে গেছে।
বহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে সাভার পৌর এলাকার সোবাহানবাগ মহল্লায় এ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর রাতে পাঁচতলা ভবনের ওপরের তলায় আগুন লাগে। তাৎক্ষণিক আগুনের খবর ছড়িয়ে পড়লে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
সাভার ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫