ঢাকা: দুর্যোগ মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রতিনিধিরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতিসংঘ সদর দপ্তরে ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দেশের নির্বাচিত সাংসদ এবং স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ প্রসংশা করা হয়।
বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে সংসদ সদস্যদের তদারকি কৌশল নিয়ে মত বিনিময় হয়।
মডারেটরের দায়িত্ব পালনকালে সাবের হোসেন চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের তদারকিতে সংসদ সদস্যদের সম্পৃক্ততা নিশ্চিত করা সম্ভব হলে জনগণের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে কার্যকর কৌশল প্রণয়নের জন্য তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানান।
বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনসহ সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট সাম কুটেশা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন-এর বিশেষ ইভেন্টে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫