ঢাকা: প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনকালে তিনি একথা বলেন।
কনসাল জেনারেল শামীম পররাষ্ট্র সচিবের কাছে মিশনের বিভিন্ন কার্যক্রম ব্যাখ্যা করেন এবং সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে, সীমাবদ্ধতা সত্ত্বেও নিরলস সেবা প্রদানে মিশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ভূমিকার জন্য পররাষ্ট্র সচিব প্রশংসা করেন। এ সময় তিনি আরো আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার জন্য আহবান জানান। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। পরে পররাষ্ট্র সচিব কনস্যুলেটের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন এবং মন্ত্রণালয়ের ও নিউইয়র্কের স্থায়ী মিশনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অভিবাসন সম্পর্কিত জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন শহিদুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিউইয়র্ক কনস্যুলেট জেনারেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময় : ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫