ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে সর্বোচ্চ প্রাধান্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে সর্বোচ্চ প্রাধান্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনকালে তিনি একথা বলেন।

সেখানে তিনি সরকারের অন্যান্য নীতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় কনসাল জেনারেল শামীম আহসানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল শামীম পররাষ্ট্র সচিবের কাছে মিশনের বিভিন্ন কার্যক্রম ব্যাখ্যা করেন এবং সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে, সীমাবদ্ধতা সত্ত্বেও নিরলস সেবা প্রদানে মিশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ভূমিকার জন্য পররাষ্ট্র সচিব প্রশংসা করেন। এ সময় তিনি আরো আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার জন্য আহবান জানান। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। পরে পররাষ্ট্র সচিব কনস্যুলেটের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন এবং মন্ত্রণালয়ের ও নিউইয়র্কের স্থায়ী মিশনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সম্পর্কিত জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন শহিদুল হক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিউইয়র্ক কনস্যুলেট জেনারেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময় : ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।