ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে নবজাতক উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ধুনটে নবজাতক উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট-শেরপুর রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকার একটি ভুট্টা ক্ষেতের ভেতর থেকে একটি নবজাতককে (মেয়ে) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।



ধুনট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তাফিজার রহমান মন্টু বাংলানিউজকে জানান, সকালে উল্লাপাড়া গ্রামের এক কৃষক কাজের উদ্দেশে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে মাঠে যাচ্ছিলেন। এসময় ক্ষেতের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতককে উদ্ধার করে।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাবুবুজ্জামান বলেন, বৃহস্পতিবার ভোর চারটা/পাঁচটার দিকে ফুটফুটে কন্যা শিশুটির জন্ম হয়েছে। তার শারীরিক অবস্থা ভাল ও পুরাপুরি সুস্থ রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উদ্ধারকৃত নবজাতককে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। নবজাতকের অভিভাবককে খুঁজে পাওয়া না গেলে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

** ধুনটে নিউমোনিয়ায় সেই নবজাতকের মৃত্যু

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।