বেনাপোল(যশোর): বেনাপোল পৌরসভার রেল স্টেশন এলাকা থেকে এক ফেরিওয়ালার টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটায় বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।
আটক যুবকরা হলেন-বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের বাদল মিয়ার ছেলে ওয়াসিম (২০) ও নূর ইসলামের ছেলে আব্দুর রহিম (১৮)।
পুলিশ জানায়, নরসিংদীর নোয়াপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে কালাম বুধবার বিকেলে বেনাপোল রেল স্টেশন এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করছিলেন। এসময় স্থানীয় দুই যুবক তার কাছ থেকে নগদ ১৭ হাজার টাকা ও সঙ্গে থাকা কাপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি ওই ফেরিওয়ালা পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ তাকে সঙ্গে নিয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় ওই দুই ছিনতাইকারীকে চিনিয়ে দিলে পুলিশ তাদের আটক করে।
মামলা দায়েরের পর ওই যুবকদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, বেনাপোল বাস ও রেল স্টেশন এলাকায় চিহ্নিত ছিনতাইকারীরা প্রতিনিয়ত পাসপোর্ট ও সাধারণ যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মামালাল ছিনতাই করছে। আগে এসব স্থানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এখন তা নেই। ফলে ছিনতাইকারীরা বেপোরোয়া হয়ে উঠেছে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫