ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ দুটি ঘটনা ঘটে।
এরমধ্যে, রাজধানীর গাবতলী গুরুর হাট সংলগ্ন ব্রিজের ঢালে ট্রাক চাপায় আমজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি গরুও মারা যায়।
দারুস সালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পাল বাংলানিউজকে জানান, বুধবার দিনগত রাত আনুমানিক ১২টায় গাবতলী গরুর হাট সংলগ্ন ব্রিজের ঢালে আমজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি ট্রাকের ধাক্কায় মারা যান। এ ঘটনায় দুটি গরুও মারা যায়। ওই ব্যক্তির বাড়ি রাজধানীর বাড্ডা এলাকায়। তিনি পেশায় গরুর রাখাল ছিলেন।
আরেকটি ঘটনা হলো, রাজধানীর বিমানবন্দর থানাধীন কাউলা বাসস্ট্যান্ডের সামনে প্রাইভেটকার চাপায় অজ্ঞাত পরিচয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই প্রাইভেটকারটি অাটক করা যায়নি।
এ বিষয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর কাউলা এলাকায় গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ওই দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢাকেম) হাসপতালে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫