গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকের চাপায় সৈকত খান (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত ও সবুজ ঘরামী (২৫) নামে অপর একজন গুরতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোটালীপাড়া-পয়সারহাট সড়কের হরিনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত সৈকত খানের বাড়ি কোটালীপাড়া উপজেলার মধুর নাগরা গ্রামে। আহত সবুজ ঘরামীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৬৯৩৯) পয়সারহাট যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সৈকত খানের মৃত্যু হয় অপর আরোহী সবুজ ঘরামী গুরুতর আহত হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫