যশোর: যশোরে ফেনসিডিল ও বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের মুড়লি মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাংগা গ্রামের আলী আহম্মেদ খোকনের ছেলে আক্কাস আলী পটল (২৮) ও একই উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মোখলেছুর রহমান (২৬)।
র্যাব-ছয় যশোর ক্যাম্পের মেজর আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাবের একটি দল মুড়লী মোড়ে অভিযান চালায়। এসময় ১০ বোতল বিদেশি মদ, ২০ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন সেটসহ ওই দুই যুবককে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক দু’জনকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫