মেহেরপুর: গাইড বই বিক্রি ও অবৈধভাবে মোটরসাইকেল চালানোর অভিযোগে শ্যামলী বুকল্যান্ডের মালিক আতিয়ার রহমান ও মোটরসাইকেল চালকের কাছ থেকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা শহরের হাইস্কুল গেটের শ্যামলী বুকল্যান্ডে বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
ইউএনও আবুল আমিন বাংলানিউজকে জানান, অবৈধ গাইড বই বিক্রির অভিযোগে শ্যামলী বুকল্যান্ডের মালিক আতিয়ার রহমানকে নোট বই নিষিদ্ধকরণ আইন ১৯৮০ এর ৩/১ এর চার ধারা মতে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় কিছু গাইড বইও জব্দ করা হয়।
এছাড়া অভিযান চালিয়ে মোটরযান আইনে বিভিন্ন মোটরসাইকেল মালিকের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫