ঢাকা: বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত/অবসর উত্তর ছুটি ভোগরত ৮ জন কর্মচারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক ২ টি প্রজ্ঞাপন জারি করেছে।
বৃহস্পতিবারের আদেশে রেলের পশ্চিমাঞ্চল যান্ত্রিক বিভাগে লালমনিরহাটের সদর উপজেলার কিশামত হারাটী গ্রামের মো. মোজাহার আলী এলএম গ্রেড-১, সাপটানা আদর্শপাড়া গ্রামের হরিপদ বর্মন এলএম গ্রেড-১,সাপ্টীবাড়ি গ্রামের আফজাল হোসেন এলএম গ্রেড-১, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামের মো. আব্দুল খালেক এলএম গ্রেড-১ পদে, দিনাজপুরের পাবর্তীপুরের গোবিন্দপুর গ্রামের মো আব্দুল কাইয়ুম এলএম গ্রেড-২, বগুড়ার আদমদিঘী উপজেলার দত্তবাড়িয়া গ্রামের মো. আজিজুর রহমান এএলএম গ্রেড-১ এবং নীলফামারীর কিশোরগঞ্জের মো. আদম আলীকে সিপিএনএল/এসএসএই পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়।
অপর এক প্রজ্ঞাপনে রেলের পূর্বাঞ্চল যান্ত্রিক বিভাগের অবসর উত্তর ছুটি ভোগরত কর্মচারী লক্ষ্মীপুর সদরের সমশেরাবাদ গ্রামের গোলাম কবিরকে এলএম গ্রেড-১ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫