চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা এলাকায় বরইবাহী ট্রাকে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের হেলপার হাসান (১৪) আহত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীররাতে এ ঘটনা ঘটে।
হাসান সদর উপজেলার যাদুপুর গ্রামের রমজান আলী ফিসুর ছেলে। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও আহত হাসান জানায়, জেলার গোমস্তাপুর উপজেলা থেকে ছেড়ে আসা ট্রাকটি রাত ২টার দিকে নয়াগোলা এলাকা অতিক্রম করছিল। এসময় একদল অবরোধকারী ট্রাক লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে হাসানের ডান হাত ও বাম পা ক্ষতবিক্ষত হয়ে যায়। ট্রাকের অন্য শ্রমিকরা এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫