ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেলান্দহে জমি নিয়ে সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
মেলান্দহে জমি নিয়ে সংঘর্ষে আহত ২০

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বালুরচর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতদের মধ্যে ফজলুল হক (৬৫), সাহেব আলী (৬০), সরোয়ার হোসেন (৪৫), হাবিবুর (৩২), বাবুল (৪০), গোলাপ আলী (৩২), গোলাপ (৪০), সোহেল (২৮), সাদা মিয়া (৩০), ওয়াদুদ (২৫), আব্দুছ ছালাম (৪৫), বেলাল (৩০), নাগর আলী (৪৫), মন্টু (৩৪) ও তোফাজ্জলের (৪৮) নাম জানা গেছে।

আহতদের চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেলান্দহ ও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বালুরচর গ্রামের মোল্লা গোষ্ঠি ও বলদা গোষ্ঠির মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশি অস্ত্রশস্ত্র  নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুইপক্ষের অন্তত ২০ জন আহত হন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নাছিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফের সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।