ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভুয়া প্রশ্নপত্রসহ শিক্ষার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ভুয়া প্রশ্নপত্রসহ শিক্ষার্থী আটক

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি লেনেভো ল্যাপটপ, একটি বাংলালায়ন ওয়াইমেক্স মডেম, একটি পেনড্রাইভসহ এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র উদ্ধার করা হয়।



আটক শিক্ষার্থীর নাম আসাদুজ্জামান নূর সাকিব। তিনি সরকারি তিতুমীর কলেজে অনার্স প্রথম বর্ষের পদার্থ বিজ্ঞানের ছাত্র।

দক্ষিণ খানের মোল্লারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১২ ) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম-কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম এ তথ্য জানান ।

তিনি  বলেন, ‘সাকিব ফেসবুকে রেজাউল ইসলাম লিটন ছদ্মনাম ব্যবহার করে একটি ই-মেইল আইডির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানায় তার কাছে প্রশ্নপত্র রয়েছে। এরপর শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্নপত্র পেতে ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে দর কষাকষি করেন। এরপর বিকাশের মাধ্যমে টাকা পাঠালে ফেসবুকের ইনবক্সের মাধ্যমে প্রশ্নপত্র পাঠায়। ’

চলমান এসএসসি পরীক্ষার দুইটি পরীক্ষায় তার সরবরাহ করা প্রশ্নপত্র মেলেনি দাবি করে যুগ্ম কমিশনার বলেন, ‘তার সরবরাহ করা প্রশ্নপত্র দুইটি পরীক্ষায় দেওয়া প্রশপত্রের সঙ্গে মেলেনি। তবে সাকিব দাবি করছে পরবর্তী পরীক্ষায় প্রশ্ন অবশ্যই মিলবে। ’

মনিরুল ইসলাম বলেন, ‘সাকিব বিভিন্ন সময় বিভিন্ন সোর্স থেকে প্রশ্নপত্র পাওয়ার কথা স্বীকার করেছে। তবে এবার কোনো সোর্স থেকে প্রশ্ন সংগ্রহ করতে পারেনি। প্রশ্ন না পেয়ে সে নিজেই প্রশ্ন তৈরি করে বিক্রি করছিল। এক্ষেত্রে সে বিভিন্ন নামিদামি স্কুল ও কোচিং সেন্টার থেকে সাজেশন সংগ্রহ করে নমুনা প্রশ্ন তৈরি করে। ’

সাকিবকে প্রতারক আখ্যা দিয়ে তিনি বলেন, এভাবে সে প্রতারণা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তার বিকাশ নম্বরে এখনো ৩৫ হাজার টাকা রয়েছে।

তাকে আরো জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা বের করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময় : ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।