গাজীপুর: গাজীপুর আদালতে গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানের রিমান্ড শুনানি চলছে।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় তাকে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে হাজির করা হয়।
নাশকতার অভিযোগে বুধবার গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গাজীপুর কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, জয়দেবপুর থানার মামলা নম্বর ২৩ (২)১৫-এর এজাহারভুক্ত আসামি হিসেবে এম এ মান্নানকে আদালতে হাজির করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বর্তমানে আবেদনের ওপর শুনানি চলছে।
মেয়র এম এ মান্নানের নামে তিনটি মামলা রয়েছে। দুটি মামলায় তিনি জামিন আছেন। অপর মামলায় বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে হাজির করা হয়েছে। এর আগে সকাল নয়টার দিকে মেয়রকে গাজীপুর ডিবি কার্যালয় থেকে জয়দেবপুর থানায় নেওয়া হয়। পরে থানা থেকে আদালতে হাজির করা হয়।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫