ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উদ্যমে উত্তরণে শতকোটির বিপ্লব দিবস উদযাপন শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
উদ্যমে উত্তরণে শতকোটির বিপ্লব দিবস উদযাপন শনিবার ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শনিবার (১৪ ফেব্রুয়ারি) উদযাপিত হবে উদ্যম উত্তরণে শতকোটির বিপ্লব দিবস (ওয়ান বিলিয়ন রাইজিং ফর রেভ্যুলেশন)। এ উপলক্ষে ওই দিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।



কর্মসূচিতে শনিবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত রাজধানীর শাহবাগে নারী পুরুষের সমাবেশ, পথনাটক, রাজপথে চিত্রাঙ্কন, ‘অতঃপর’ প্রদর্শনী এবং পারফর্ম্যান্স রয়েছে।

এছাড়া টিএসসির সড়ক দ্বীপে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে বিতর্ক অনুষ্ঠান এবং সন্ধ্যায় মশাল মিছিলও অনুষ্ঠিত হবে। একই দিন দেশের গ্রাম-গঞ্জে ও শহরে নারীদের বিভিন্ন সংগঠন ও নানাকর্মকাণ্ড আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন আয়োজক ‘নিজেরা করি’ সংগঠনের নেতৃবৃন্দ।

‘উদ্যম উত্তরণে শতকোটি’ নারীর ওপর দেশে দেশে বিরাজমান সহিংসতা বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ গড়ার লক্ষে সংগঠিত একটি চলমান আন্দোলন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৫ সালে উদ্যম উত্তরণে শতকোটি’র প্রচারণার মূল প্রতিপাদ্য ‘বিপ্লব’। যা আজকের বাংলাদেশের নারীর বিরাজমান সংগ্রামের সঙ্গে এক সূতায় গাঁথা। বিশেষভাবে এ বছরের প্রচারাভিযানে বিভিন্ন বয়সী পুরুষদের সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক এ অনুষ্ঠানের সঙ্গে যোগ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।