ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শুরুটা ভালো হলেই ভালো করবে টাইগাররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
শুরুটা ভালো হলেই ভালো করবে টাইগাররা ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাঝের একটি দিন পেরুলেই বসছে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশের টাইগাররা প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে।

এ ম্যাচে জিতলেই বাকি সবগুলো ম্যাচে ভালো করবে বাংলাদেশ ক্রিকেট দল।
 
ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দৈনিক বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকাদের আশা এমনটাই।
 
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, সাবেক অধিনায়ক রকিবুল হাসান, শফিকুল হক হীরা, মো. আশরাফুল, ক্রিকেটার শাহরিয়ার নাফিস, সাবেক ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খন্দকার জামিল উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, শুভ্রদেব, অভিনেতা মাহফুজ আহমেদ ও অপু বিশ্বাস।
 
বাংলাদেশ ক্রিকেট দলের টিম সিলেক্টর কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বলেন, এবারের বিশ্বকাপ ক্রিকেটে টাইগারদের প্রথম খেলা আফগানিস্তানের সঙ্গে। এ ম্যাচে ভালো করতে পারলেই বাকি ম্যাচগুলোতেও ভালো করবে টাইগাররা। আমরা ফাইনাল-সেমিফাইনালে না যেতে পারলেও গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জিততে পারবো।

কারণ হিসেবে তিনি বলেন, আমরা ২০জন ক্রিকেটারের মধ্যে থেকে ১৫জনকে বাছাই করেছি। একজন ক্রিকেটারের সবগুলো দিক (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) বিবেচনা করেই সিলেক্ট করা হয়েছে। আমরা তাদের প্রাকটিক্যাল পারফরমেন্সটা দেখতে চাই। তবে এজন্য ম্যানেজমেন্ট ও কোচসহ সবাইকে দলগতভাবে কাজ করতে হবে।
 
অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ক্রিকেট-ফিল্ম দুটোই আমার প্রিয়। বাংলাদেশের টাইগাররা ভালো করলে বিশ্ব দরবারে আমাদের পরিচয় আরও উজ্জ্বল হবে।
 
কণ্ঠশিল্পী শুভ্রদেব বলেন, বাংলাদেশ ক্রিকেট দল আগে যে লেভেলে ছিল, এখন তার চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। সামর্থ্য নিয়ে খেললে টাইগাররা এখন যে কাউকে হারাতে পারে। অলরাউন্ডার সাকিব আল হাসান পারফর্ম করতে পারলে আমরা ২য় পর্ব থেকে আরও ভালো করতে পারবো। প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ।
 
সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, টাইগারদের অনেক ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা সবাই সার্পোট করবো। আশা করি আফগানিস্তানের সঙ্গে শুরুটা অনেক ভালো হবে।
 
সাবেক ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খন্দকার জামিল উদ্দিন বলেন, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অংশ নেওয়ার পর থেকে সবচেয়ে খারাপ খেলা ২০০৩ সালটা মনে রাখা উচিত। কারণ খারাপটা মনে থাকলে কঠিন সহজ হয়ে যায়।
 
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে অবশ্যই জিতবে বলেই আশা এই নির্বাচকের।
 
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।