ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার সৈয়দ আমিনুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার সৈয়দ আমিনুল সৈয়দ আমিনুল ইসলাম

ঢাকা: সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার হলেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দ আমিনুল ইসলামকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।




সুপ্রিম কোর্টের বিদায়ী রেজিস্ট্রার ফরিদ আহমদ শিবলী বৃহস্পতিবার সকালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) তাকেসহ মোট দশজনকে এ নিয়োগ দেওয়া হয়।

গত ২ ফেব্রুয়ারি রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছিলেন শিবলী। এর আগে তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।