ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তে বুধবার ভোরে নিহত দুই বাংলাদেশির মৃতদেহ ফেরত পেতে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তের ৫১ মেইন পিলারের কাছে দুই দেশের কমান্ডার পার্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে যশোর বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন ও ভারতের পক্ষে কৃষ্ণনগর বিএসএফের সেক্টর কমান্ডার ডিআইজি ডিকে প্রামাণিক নেতৃত্ব দেন।
পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) পক্ষে জানানো হয় দুই বাংলাদেশির মৃতদেহের ময়নাতদন্তে সম্পন্ন হলে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে লাশ হস্তান্তর করা সম্ভব হবে।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দুই গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫