ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় বিদ্যুৎ স্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ভালুকায় বিদ্যুৎ স্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারেক (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।



তারেক ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও শহীদ নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে তারেক বাড়ির পাশে সবজি ক্ষেতে পানি দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎ চালিত মটরের তারের সঙ্গে জড়িয়ে যান। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনা আমিও শুনেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।   

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।