ঢাকা: বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে আছেন রাজমিস্ত্রি মো. মোস্তফা। সঙ্গে রয়েছে ছোট একটা ব্যানার।
তার পাশেই বড় বড় কয়েকটি ব্যানার নিয়ে একাধিক সংগঠনের উদ্যোগে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সবার দাবি, সব নাশকতা ও সহিংসতা বন্ধ করে দেশকে স্বাভাবিক গতিতে চলতে দিন। এছাড়া একই দাবিতে চলছে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সব মানববন্ধন ও সমাবেশে বক্তারা বললেন, হরতাল আর অবরোধের ফাঁদে পড়ে দেশ আজ পেছনের দিকে চলে যাচ্ছে। পুড়ে মরছে সাধারণ মানুষ। আয়বঞ্চিত হচ্ছেন দিনমজুরসহ সবাই।
এক সময় রাজমিস্ত্রি মোস্তফার বলার পালা। তিনি বললেন, আজ এই সময় আমার কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা। কিন্তু, হরতাল আর অবরোধের কারণে কাজ পাচ্ছি না। অসহায়ের মতো দাবি জানাতে এসেছি, পরিবারের সদস্যদের নিয়ে। কাজ না করলে এদের সবাইকে কী খাওয়াবো, এই উত্তরটা আমাকে কে দেবে?
বাংলাদেশ স্বাধীনতা পরিষদ
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম খুবই লজ্জিত হলেন এ রকম অরাজনৈতিক কর্মসূচির জন্য।
তিনি বললেন, আমার খুবই লজ্জা হয়, মানুষ মারার এ রকম কর্মসূচি কীভাবে দেয় রাজনৈতিক দল!
এরপর অন্যান্য বক্তারা বলেন, এতদিন জেনেছি, সাধারণ মানুষের স্বার্থে রাজনীতি করেন, রাজনৈতিক নেতারা। কিন্তু এখন দেখছি, সাধারণ মানুষকে জিম্মি করে রাজনৈতিক নেতারা ফায়দা লোটার চেষ্টা করছে। এটা সত্যিই খুবই ধিক্কারের কাজ!
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
একই দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক, কর্মচারীসহ অনেকেই।
উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হাবিবুর রহমান, দীল আফরোজ, ড. মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এ ধরনের কর্মসূচির জন্য শিক্ষাব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। এর সঙ্গে সংশ্লিষ্টরা সবাই খুবই খারাপ সময় পার করছেন। অন্তত, কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবে এ ধরনের কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।
গণস্বাক্ষর সংগ্রহ অভিযান
লাগাতার অবরোধ ও হরতালে নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে। বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ এ কর্মসূচির আয়োজন করে।
আয়োজক সংগঠনের আহ্বায়ক শাহেদুল আলম চৌধুরী টিপু জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় দেড় হাজার সাধারণ মানুষ এতে স্বাক্ষর করেছেন। প্রকৃতপক্ষে, কেউ এ ধরনের নাশকতামূলক কর্মসূচির পক্ষে নন।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫