ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাবিতে ধর্মঘটের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
রাবিতে ধর্মঘটের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের ডাকা ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহসভাপতি সরকার ফারহানা আক্তার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল, রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ও শরিফুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ছাত্রদল ও ছাত্রশিবির অবৈধভাবে ধর্মঘট দিয়েছে।

সমাবেশে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন- ক্যাম্পাসে ককটেল হামলাকারীদের প্রমাণসহ ধরিয়ে দিলে ছাত্রলীগের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।