রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের ডাকা ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহসভাপতি সরকার ফারহানা আক্তার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল, রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ও শরিফুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ছাত্রদল ও ছাত্রশিবির অবৈধভাবে ধর্মঘট দিয়েছে।
সমাবেশে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন- ক্যাম্পাসে ককটেল হামলাকারীদের প্রমাণসহ ধরিয়ে দিলে ছাত্রলীগের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫