কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বৌয়ারাবাজার বিওপির উত্তর সূর্যনগর এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে ১০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত দুইটার দিকে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেনের নেতৃত্বে বিজিবি একটি দল ইয়াবাগুলো উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপুর দুইটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন বাংলানিউজকে জানান, বুধবার গভীররাতে উত্তর সূর্যনগর এলাকায় একদল চোরাকারবারী ভারত থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে আসছে, এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা একাধিক অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় হুইস্কি, নয় বোতল ফেনসিডিল, ২২ বোতল কোরেক্স সিরাপ, ১২ বোতল স্কাপ সিরাপ, ৩৯টি হরলিক্স, ৩৯ প্যাকেট কমপ্ল্যান, ১৮টি ল্যাকটোজেন দুধের কৌটা, ১০৫০টি চকলেট, ১টি মোটরসাইকেল, ১০৮৩টি ভারতীয় স্টিল সামগ্রী এবং বাংলাদেশি ২০টি বেডশিট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ছয় লাখ ৪৫ হাজার ৬শ’ টাকা।
আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫