বরিশাল: বরিশাল নগরের কাউনিয়া এলাকার মুকুন্দপট্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনায়েত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এনায়েত ওই এলাকার কাওসার হাওলাদারের ছেলে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, দুপুরে এনায়েত বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫