ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রত্যেক থানায় নারী কর্মকর্তা নিয়োগের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
প্রত্যেক থানায় নারী কর্মকর্তা নিয়োগের সুপারিশ

ঢাকা: নারীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য প্রত্যেকটি থানায় কমপক্ষে একজন করে নারী পুলিশ কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত  কমিটির বৈঠকে এ প্রস্তাব করা হয়।



বৈঠক সূত্রে জানা যায়, সব ক্ষেত্রে নারীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য প্রতিটি থানায় একজন নারী পুলিশ কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হয়।

একই সঙ্গে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস (জয়িতা দ্বিতীয় পর্ব) শীর্ষক কর্মসূচির মেয়াদ আরও একবছর বাড়ানোর সুপারিশ করে কমিটি।
 
এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিয়ে বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ায় ‘জয়িতা’কে অভিনন্দন জানায় কমিটি।

এ দিকে প্রবাসী নারী শ্রমিকদের নির‍াপত্তার কথা বিবেচনা করে ডরমেটরিতে বসবাসের প্রস্তাব করেছে সংসদীয় কমিটি।

এজন্য সংশ্লিষ্ট দেশ ও বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিশেষ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সরকারি-বেসরকারি নিয়োগের ক্ষেত্রে প্রতিটি সংস্থায় নারীদের জন্য বিশেষ কোটা পূরণের সুপারিশ করা হয়।

বৈঠকে সংসদ সদস্য ‍রেবেকা মমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কমিটির সদস্য মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম, রিফাত আমিন প্রমুখ।

এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।