কিশোরগঞ্জ: নরসুন্দা নদী প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ও উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট ও জবর দখল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ নাগরিক অধিকার মঞ্চ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শহরের কালীবাড়ি মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কিশোরগঞ্জের কৃতি সন্তান রাষ্ট্র ও দলের সর্বোচ্চ পদে আসীন আমাদের রাজনৈতিক অভিভাবকবৃন্দ নরসুন্দা নদীর প্রবাহ ও সৌন্দর্য্য বর্ধনে মানুষের কল্যাণে দূর-দৃষ্টিসম্পন্ন যে সিদ্ধান্ত নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। কিন্তু শত কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের সফল বাস্তবায়ন নিয়ে জনগণের মনে আশঙ্কা দেখা দিয়েছে।
বক্তারা আরো বলেন, নদী খননের নামে খাল খনন বন্ধ করতে হবে। আমরা চাই প্রকৃত নরসুন্দা নদী, আমরা খাল চাই না।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫