ঝিনাইদহ: মৃত্যুর এক মাস পর আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পৌর গোরস্থান থেকে পুলিশের উপ-পরিদর্শক আকরাম হোসেন লিটনের লাশ উত্তোলন করা হয়েছে।
লাশ উত্তোলনের সময় ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার আরিফ আহমেদসহ লিটনের স্বজনরা উপস্থিত ছিলেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এ হাসেন খান বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর আকরাম হোসেন লিটন মোটরসাইকেলে ঢাকা বিমান বন্দরের কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন।
এ সময় ঝিনাইদহের শৈলকুপার বড়দাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বনানী বিনতে বশির শৈলকুপা থানায় দুর্ঘটনা জনিত মামলা করেন।
আকরাম হোসেন লিটনের মৃত্যুর পর তার বড় বোন জান্নাত আরা পারভীন রিনি গত ২০ জানুয়ারি ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার ভাইকে হত্যা করা হয়েছে মর্মে নিহত আকরাম হোসেনের স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পরস্পর বিরোধী দুইটি মামলা দায়েরের ফলে আদালত লাশ উত্তোলন করে পুনঃময়না তদন্তের নির্দেশ দেন। লাশ ময়না তদেন্তর জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫