ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সৌদিগামীদের ভিড় সামলাতে হিমশিম পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
সিলেটে সৌদিগামীদের ভিড় সামলাতে হিমশিম পুলিশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে সৌদি আরবে গমনেচ্ছুকদের অতিরিক্ত ভিড় সামলাতে হিমমিশ পুলিশ শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন।

আহত হওয়ার পরও প্রতিবাদহীন মানুষ। কারণ একটাই, সৌদি আরব যেতে হবে তাদের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সোনালী ব্যাংকের আম্বরখানা শাখায় এ ঘটনা ঘটে। এরপর নিবন্ধন ফরম জমা দিতে আসা সৌদি গমনেচ্ছুদের চাপ সামলাতে পারছে না আইন-শৃঙ্খলা বাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া নিবন্ধনের বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চলছে চতুর্থদিন।

সরেজমিনে দেখা যায়, ব্যাংকের শাখাগুলোতে পে-অর্ডার জমা দিতে লাইনে দাঁড়িয়ে সহস্রাধিক মানুষ। ব্যাংক থেকে রাস্তায় দীর্ঘ লাইন। নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, আদালত পাড়াসহ সোনালী ব্যাংকে সবগুলো শাখায় সৌদি আরব গমনেচ্ছুকদের এমন দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।

অনেকে ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে। তাদের অনেকে ব্যাংকের প্রবেশদ্বারে জটলা সৃষ্টি করলে পুলিশ লাঠিচার্জ করে।

অন্যদিকে, ব্যাংকের সংশ্লিষ্টরা ঘোষণা দিচ্ছেন- নিবন্ধন প্রক্রিয়া অব্যাহত থাকবে। ফলে একসঙ্গে ভিড় না করতে।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার জুবের আহমদ ও নাছির আহমদ বাংলানিউজকে জানান, তারা দু’জনই কৃষিকাজ করেন। সৌদি আরবে যেতে ১০ টাকা দিয়ে ফরম কিনে পূরণ করিয়েছেন একশ’ টাকা দিয়ে। এখন ব্যাংক চালান নিতে এসে যত ভোগান্তি। পুলিশের লাঠিপেটাও খেতে হলো।

তবে ব্যাংক কর্মকর্তাদের কাজের গতি কম থাকায় লোকজন অধৈর্য হয়ে বিশৃঙ্খলা করছেন।

যে কারণে পুলিশও লাঠিপেটা করছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।