গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাসুদ মিয়া (০৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে সদর হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ১২৬ নম্বর পশ্চিম গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্যা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে মাসুদ ওই এলাকায় রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর উত্তেজিত জনতা মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মোটরসাইকেল চালক অনিককে (২২) আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫