ঢাকা: দেশের কিছু হতাশাগ্রস্ত বুদ্ধিজীবী সন্ত্রাসী ও নাশকতাকারীদের সঙ্গে সংলাপ-আলোচনার প্রস্তাব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিজিএমইএ সম্মেলন কক্ষে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট ও বিজিএমইএ-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে পোশাক রফতানির ওপর ভিয়েতনাম ও ভারতের সম্ভাব্য এফটিএ প্রভাব’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান অতিথি তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কিন্তু দুঃখ হয়, এক শ্রেণির হতাশাগ্রস্ত লোক, বুদ্ধিজীবী- যারা সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতা করছে তাদের সঙ্গে আমাদের এক কাঁতারে দাঁড় করাতে চায়। ’
‘সংলাপ হয় তাদের সঙ্গে যারা পলিটিক্স (রাজনীতি) নিয়ে কথা বলতে চায়। সন্ত্রাসের সঙ্গে যদি কেউ কোনো দিন আপোষ করে তাহলে সে দেশ টিকে না’—বলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য।
তোফায়েল বলেন, সন্ত্রাসের সঙ্গে আপোষ করলে দৃষ্টান্ত হয়, ভবিষ্যতে সন্ত্রাসী কার্য-কলাপের মধ্য দিয়ে আরো একটি দল চাপ সৃষ্টি করতে পারে।
‘দেশের পোশাক শিল্পে অভ্যন্তরীণ সমস্যাই বড়’ উল্লেখ করে তোফায়েল বলেন, ভারত কিংবা ভিয়েতনাম নয়, পোশাক শিল্পে দেশে বড় চ্যালেঞ্জ অভ্যন্তরীণ সমস্যা। ভিয়েতনামে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও বাংলাদেশে তা নেই। ’
‘তবে আমাদের শিল্প-কারখানা প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জায়গা না থাকলেও ভিয়েতনাম কিংবা ভারতের জায়গা সমস্যা নেই’—যোগ করেন তিনি।
ফ্রি ট্রেড এগ্রিমেন্ট-এফটিএ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী বলেন, ইউরোপের বাজারে পোশাক রফতানিতে ভিয়েতনাম কিংবা ভারতের এফটিএ সুবিধা আমাদের জন্য বড় সমস্যা নয়। আমরা স্বল্পোন্নত দেশ হিসাবে ইউরোপের বাজারে ডিউটি ফ্রি ও কোটি ফ্রি বাজার সুবিধা পাচ্ছি।
তৈরি পোশাক শিল্পের সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা বলেও জানান তিনি।
বিজিএমইএ-এর সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ইউরোপীয় ইউনিয়ন কমিশনে নিযুক্ত বাংলাদেশি বাণিজ্য উপদেষ্টা জিল্লুল হাই রাজি, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বিএফটিআই’র প্রধান নির্বাহী ড. মজিবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫, আপডেট: ১৭১০ ঘণ্টা