পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রবিউল ইসলাম (৩৩) নামে এক নির্মাণ শ্রমিককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবু আওয়াল এ নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শ্রমিক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। তিনি কয়েক মাস থেকে বোদা উপজেলা পরিষদ চত্বরে কৃষি ভবন নির্মাণের কাজ করছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমান বাংলানিউজকে জানান, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিদিনই উত্ত্যক্ত করতো শ্রমিক রবিউল।
বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌঁছালে তাকে উত্ত্যক্ত করে রবিউল। ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ রবিউল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত এ সাজার নির্দেশ দেয়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫