ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল এমপি লতিফের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
রাজধানীতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল এমপি লতিফের ছবি : জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল করছেন চট্টগ্রাম-১১ আসনের এমপি এম এ লতিফ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বনানী-কাকলী থেকে সকাল ১০টায় মিছিল শুরু হয়।



মিছিলটি রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিকেল ৪টায় একই স্থানে গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন এমপি এম এ লতিফ ।

দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পাঁচটি ট্রাক নিয়ে মিছিলটি এসে ৩০ মিনিট অবস্থান করে।

প্রতীকী লাশ নিয়ে মিছিল করার উদ্দেশ্য জানতে চাইলে এম এ লতিফ বাংলানিউজকে জানান, রাজনীতি হলো দেশের সাধারণ জনগণের জন্য। কিন্ত ২০- দলীয় নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন।

তিনি বলেন, বেগম খালেদার জিয়া প্রতিপক্ষ মনে হচ্ছে সাধারণ জনগণ। যে কারণে তিনি সাধারণ মানুষ পুড়িয়ে মারছেন।

বাংলাদেশের সাধারণ মানুষ খালেদা জিয়ার ডাকা হরতাল-অবরোধে সারা দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, হরতাল-অবরোধ উপেক্ষা করে দেশবাসী চলাচল করছে। রাজধানীতে হরতালের মধ্যেও যানজটের সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।