ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জ পৌর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
সুন্দরগঞ্জ পৌর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমার শেষদিনে বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।



তারা হলেন, আওয়ামী লীগ থেকে আ. ব. ম. আহসানুল করিম চাঁদ, আব্দুল্লাহ আল মামুন, এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, আহসান হাবীব মাসুদ ও জাতীয় পার্টির মশিয়ার রহমান।

আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার শাহীনুর ইসলাম প্রমাণিক বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
সুন্দরগঞ্জের পৌর চেয়ারম্যান নুরুন্নবী প্রামাণিক সাজু নাশতকাসহ বিভিন্ন অনিয়মের কারণে বরখাস্ত হওয়ায় পদটি শুন্য হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।