ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জ্বালাও পোড়াও করে ক্ষমতায় যাওয়া যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
জ্বালাও পোড়াও করে ক্ষমতায় যাওয়া যাবে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের নিয়ে জ্বালাও পোড়াও করে ক্ষমতায় যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।  

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের নৈরাজ্য বিরোধী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত রাজনীতির নামে হত্যা, পেট্রোল বোমা হামলা এবং অর্থনীতির জন্য ক্ষতিকর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশে জঙ্গীবাদী কায়দায় সাধারণ মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করায় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ফিরোজের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মশুদ আহমদের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ বজলুল করিম, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার আহমদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন, ছাত্রলীগ সভাপতি মো. জাকারিয়া আহমদ ও নৌকার নতুন প্রজন্ম সভাপতি শায়েক আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।