ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উপসচিব কামরুল আলম বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
উপসচিব কামরুল আলম বরখাস্ত

ঢাকা: দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক(উপসচিব) মো. কামরুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি’২০১৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত আদেশে তাকে বরখাস্তের কথা জানানো হয়।



আদেশে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার সাবেক এডিসি (সার্বিক) কামরুল আলমের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সুনামগঞ্জ সদর থানার মামলার চার্জশিট আদালতে দাখিল হওয়ায় তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।