ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি)। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ইউনিয়ন কার্যালয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সিটি করপোরেশনের সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, সিটি করপোরেশনের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনে মোট ৫১৭ জন ভোটারের তালিকা তৈরি হয়েছে। এখন পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়নি। তবে ভোটার আরও বাড়তে পারে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন দুই পরিষদের প্রতীক ঘোষণা করেছে।
নির্বাচন কমিশন একতা পরিষদের প্রতীক ‘ট্রাক’ এবং ঐক্য পরিষদের প্রতীক ‘পায়রা’ নির্ধারণ করেছে বলেও জানান ফারুক আহমেদ।
তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি চলছে। করপোরেশনের শ্রমিক-কর্মচারী ইউনিয়নে কোনো ধরণের রাজনৈতিক প্রভাব না থাকায় শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচনের প্রচার প্রচারণাও।
সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই ইউনিয়নের নির্বাচনটি পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ফারুক আহমেদ।
শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনটি অনুষ্ঠিত হবে সায়দাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ নির্বাচন।
এবার নির্বাচনে দুটি প্যানেল আছে। একতা পরিষদ এবং ঐক্য পরিষদ। একতা পরিষদের সভাপতি পদে আছেন আক্তার হোসেন দেওয়ান ও সাধারণ সম্পাদক শাহ আলম শাহীন।
অপর দিকে ঐক্য পরিষদের সভাপতি আবুল কালাম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক এস কে ময়েজ উদ্দীন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫