সিরাজগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের তাড়াশে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে, এ ঘটনায় পুলিশ তিন নারীকে আটক করেছে। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের রফিকুল ইসলাম ও তার সৎ ভাই সুজার মধ্যে বাড়ির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে সুজাব আলী তার দলবল নিয়ে অতর্কিতভাবে রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে রফিকুল ইসলাম (৩২), শফিকুল ইসলাম (৩০), শাপলা খাতুন (২৫), তাহমিনা খাতুন (২৪), ছবিতা খাতুনসহ (২২) কমপক্ষে ১০জন আহত হয়।
আহতদের মধ্যে ছয় জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) অনুজ কুমার বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫