কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের ৭ম সেমিস্টারের মেধাবী ছাত্র আসিফ পারভেজকে হত্যার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের স্টেশন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- আসিফ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে পেট্রোল বোমায় নিরীহ মানুষ হত্যা বন্ধের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ডা. আনম নৌশাদ খান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর আরজ আলী, বিশ্ববিদ্যালয় প্রক্টর রিয়াদ আহম্মেদ তুষার, ডেপুটি রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান আরিফ, ট্রাস্টি বোর্ডের সদস্য একেএম মাহবুবল আলম প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আইন অনুষদের ৮ম সেমিস্টারের ছাত্র আধহাম ওয়ালী।
মানববন্ধন পরিচালনা করেন ইংরেজি অনুষদের প্রভাষক বদরুল আমিন সোহেল।
আসিফ পারভেজ ২৮ জানুয়ারি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা চণ্ডিপাশা এলাকায় নির্মমভাবে দুর্বৃত্তদের হাতে খুন হন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫