ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনের রাস্তায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাফি আলম (২৫) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওই রিকশাচালককে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পিঠে ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি রিকশা নিয়ে রোকেয়া হলের সামনে দাঁড়িয়ে ছিলেন, এমন সময় ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোমা আক্তার বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত এই ধরনের কোনো খবর আমাদের কাছে আসেনি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫