ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে ছয়তলা থেকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অজ্ঞাত পরিচয় এক তরুণী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কীভাবে তিনি ছাদ থেকে পড়লেন কিংবা আত্মহত্যার চেষ্টা করেছেন কিনা তা নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
রাজধানীর মিরপুর-৬, ব্লক-ডি, রোড নম্বর-৪, হাউজ নম্বর ২৮ বাসার ছাদ থেকে ওই তরুণী পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপতালে নেওয়া হয়।
বাসার মালিক সালউদ্দিন বাবু বাংলানিউজকে জানান, কে এই তরুণী আমরা তা জানি না। আমাদের বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি গরুতর আহত হন।
আহত তরুণীর পরনে ছিলো লালের উপর কালো বল ছাপা সালোয়ার, প্রিন্টের কামিজ ও কালো ওড়না।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়ায়ুজ্জামন বলেন, এ ধরনের ঘটনা আমরা শুনেছি। বিস্তারিত জানার জন্য ঢামেকে পুলিশ পাঠানো হয়েছে।
আইসিইউতে হস্তান্তর করার জন্য ঢামেকের ১০৩ নম্বর ওয়ার্ডে জরুরি বিভাগে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে তাকে রাখা হয়েছে বলে বাংলানিউজকে জানান হাসপাতালের সেবিকারা।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫