ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে প্রশাসনের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
জয়পুরহাটে প্রশাসনের মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জয়পুরহাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে তলালের বটতলী বাজারে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।



এতে স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকির হোসেন সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম।

সেখানে আরো বক্তব্য রাখেন- পুলিশ সুপার (এসপি) আবু কালাম সিদ্দিক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজর সভাপতি হাকিম মণ্ডল, জয়পুরহাট পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আব্দুল্লাহেল বাকী, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান রওনোকুল ইসলাম চৌধুরী টিপু, ক্ষেতলাল পৌর মেয়র আব্দুল মান্নান মোল্লা, কালাই পৌর মেয়র বেলাল হোসেন তালুকদার প্রমুখ।

জয়পুরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (‌ইউএনও) মুনিরা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য জনসচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।