ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

১৯ ছাত্র পিটিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
১৯ ছাত্র পিটিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে ১৯ ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগে এনামুল হক নামে এক স্কুল শিক্ষককে বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাড়াশ উপজেলার দোবিলা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।


 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মঙ্গলবার দোবিলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক এনামুল হক ৮ম শ্রেণির ১৯ ছাত্রকে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে আহত করেন।  
 
এ ঘটনায় অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে, তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করে স্কুল ম্যানেজিং কমিটি।
 
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।