ঢাকা: বাংলাদেশ থেকে মত্স ও নির্মাণ শ্রমিক নিয়োগের আশ্বাস দিয়েছে থাইল্যান্ড।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের শ্রমমন্ত্রী সুরাসাক কারানজানারতের সঙ্গে সাক্ষাৎকালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনিমকে এ আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে মত্স ও নির্মান শ্রমিক নিয়োগের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতার আলোকে থাইল্যান্ডে মত্স ও নির্মাণ শ্রমিক নিয়োগের জন্য প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রদূত শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
এ সময় সমঝোতার বিষয়ে তার সরকারের অঙ্গীকারের কথা স্মরণ করে শিগগির এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে থাই শ্রমমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
বর্তমানে থাইল্যান্ড আশিয়ান দেশগুলো থেকে আসা প্রায় ১৬ লাখ অবৈধ শ্রমিককে বৈধ করার কাজ করছে। এসব শ্রমিকেরা মায়ানমার, কম্বোডিয়া এবং লাউস থেকে থাইল্যান্ডে অবৈধভাবে এসেছে।
তাদের বৈধকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আশিয়ানের বাইরের দেশগুলো থেকে চাহিদা অনুযায়ী শ্রমিক নিয়োগ দেবে থাইল্যান্ড।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫