ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ভারতীয় রুপিসহ রেহান আলী (২৮) নামে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাগজের কার্টন স্ক্যানিংয়ে ধরা পড়লে রেহানকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম-কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন বাংলানিউজকে বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৬ ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে। আনুষ্ঠানিকতার পর রেহান আলী মালপত্র নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার কাগজের কার্টনটি স্ক্যানিং মেশিনে ধরা পড়ে। পরে কর্মকর্তারা কার্টনটি খুলে এক কোটি ভারতীয় রুপি পান।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হবে বলে জানান কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫