ময়মনসিংহ: ময়মনসিংহ শম্ভুগঞ্জ জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মিলটির কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
জুট মিল পরিদর্শনকালে বিজিএমসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ, জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামীম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী জানান, জুট মিল পরিদর্শনকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
এর আগে শহরের সার্কিট হাউজে ময়মনসিংহ পৌর পরিষদের পক্ষ থেকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫