বেনাপোল (যশোর): যশোরের শার্শায় সাংবাদিক জামাল উদ্দীন হত্যা মামলায় উকিল মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উকিল মল্লিক যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের শার্শা উপজেলা প্রতিনিধি এবং কাশিপুর গ্রামের শমসের মল্লিকের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, চোরাচালানীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় সন্ত্রাসীরা জামাল উদ্দীনকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি শার্শা থানায় নিরাপত্তা চেয়ে সে সময় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ৩ দিন পর ২০১২ সালের ১৫ জুন সন্ধ্যায় সন্ত্রাসীরা তাকে বাড়ির সামনে একটি চায়ের দোকানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে জামাল উদ্দিনের বাবা বাদী হয়ে শার্শা থানায় ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
ওই মামলায় এখন পর্যন্ত পুলিশ ৪ জনকে আটক করেছে। অন্যান্য আসামিদের মধ্যে মামলার ২ নম্বার আসামি গত বছরে পলাতক অবস্থায় নিজের ভুলের কথা স্বীকার করে অনুতপ্ত হয়ে একটি চিঠি লিখে আত্মহত্যা করেন। আর ভারতের কারাগারে রয়েছেন একজন।
ওই মামলার ৪ নম্বার আসামি উকিল মল্লিক প্রথম থেকেই ভারতে পালিয়ে ছিলেন। কয়েকদিন আগে তিনি ভারত থেকে শ্বশুরবাড়ি শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে আসলে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫