পাবনা: পাবনার আটঘরিয়া বাজারের অভিযান চালিয়ে মৌচাক অ্যান্ড দই ভান্ডার নামে মিষ্টি দোকানের মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার( ১২ ফেব্রুয়ারি ) বিকেল ৫টার দিকে আটঘরিয়া বাজারে এ অভিযান চালানো হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীমুন রাজীব এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটঘরিয়া বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল গুলোতে খাবার ও অন্যান্য দ্রব্যাদি বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে ইউএনও আলীমুন রাজীব ও আটঘরিয়া থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালান।
এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকার কারণে মৌচাক মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা দেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ লেলিন আলমগীর ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫