ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
শনিবার শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জবাসীর বহুল প্রতীক্ষিত শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। শনিবার (১৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।



বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা হয়।

২০০৮ সালে প্রধানমন্ত্রী বন্দরের মদনগঞ্জে এক সমাবেশ সেতু নির্মাণের ঘোষণা দেন। নানা প্রতিকূলতার পর পরে ২০১১ সালে একনেকে সৈয়দপুর ও বন্দরের মদনগঞ্জ এলাকা দিয়ে সেতু  নির্মাণের অনুমোদন দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান প্রমুখ।

আনিছুর রহমান মিঞা জানান, শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

এছাড়া সেদিন শহরের চাষাঢ়াসহ বেশ কয়েকটি স্থানে বড় পর্দায় ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ সময় : ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।