ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় নাজমুল হোসেন নাঈম (২৪) নামের যুবককে আটক করা হয়েছে।



আটককৃতকে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হোসেনপুর উপজেলার একটি বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ওই ছাত্রী। চলমান হরতাল-অবরোধে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় নান্দাইলের আরেকটি গ্রামে চলে আসে ওই পরীক্ষার্থী।

পরে গত মঙ্গলবার গভীর রাতে ওই পরীক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে বখাটে নাঈম। এ ঘটনায় স্থানীয়রা নাঈমকে আটক করে বুধবার পুলিশে সোপর্দ করে। নাঈম কিশোরগঞ্জের সুরাটি গ্রামের নবী হোসেনের পুত্র।

বৃহস্পতিবার সকালে ওই পরীক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, স্থানীয়ভাবে দেন দরবার করে ব্যর্থ হয়ে বুধবার ধর্ষণের দায়ে অভিযুক্ত নাঈমকে পুলিশে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘন্টা ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।