সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজার গাছসহ মোজাফর রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কামালপুর ইউনিযনের দড়িপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামালপুর ইউনিযনের দড়িপাড়া গ্রাম থেকে দু’টি গাঁজার গাছসহ মোজাফর রহমানকে আটক করে পুলিশ।
মোজাফর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫