ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মৃতদেহ ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মৃতদেহ ফেরত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মৃতদেহ ফেরত পাঠানো হয়েছে।

ঘটনার একদিন পর বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ময়নাতদন্ত শেষে মহেশপুরের লেবুতলা সীমান্তের ৫১নং পিলারের কাছে মৃতদেহ হস্তান্তর করে বিএসএফ।


 
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জুলুলী ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম, মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী এবং ভারতের জিতপুর বিএসএফের ক্যম্প কমান্ডার ও বাগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।

মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার ভোরে লেবুতলা সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ী আমিনুর রহমান (২৮) ও ফয়েজ আহম্মেদ ফয়জাল (৩২) বিএসএফের গুলিতে নিহত হন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।